সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী শাকিল উজ্জামান, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. হোসনী মোবারক, টাঙ্গাইল-৫ (সদর) আসনে খেলাফতে মজলিসের প্রার্থী হাসনাত আল আমীন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. কবির হোসেন, স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও মো. শরিফুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
আরও পড়ুন:
এছাড়া টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে খেলাফতে মজলিসের মনোনীত প্রার্থী মো. আবু তাহের, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এটিএম রেজাউল করিম আলরাজী, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে খেলাফতে মজলিসের মনোনীত প্রার্থী মো. শহীদুল ইসলামও মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
জানা যায়, ১০ দলীয় জোটের সিদ্ধান্তের ফলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।





