নির্বাচন কমিশনের নানা বিষয়ে নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: সংগ্রহিত
0

নির্বাচন কমিশনের নানা আচরণে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর পৌরসভার অডিটরিয়ামে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন শেষে তিনি এ দাবি করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘নির্বাচন কমিশনের এমনভাবে দায়িত্ব পালন করা উচিত, যাতে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন না ওঠে। কিন্তু নির্বাচন কমিশনের নানা কারণে, নানা বিষয়ে, আচরণে এবং কিছু কিছু বিষয়ে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।’

আরও পড়ুন:

রিজভী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের আমলে খাদ্যসংকট, কর্মসংস্থান হচ্ছে না, কারখানা বন্ধ আবার মুদ্রাস্ফীতি বাড়ছে। এছাড়াও বৈদেশিক কোনো ইনভেস্টমেন্ট নেই, জবাবদিহিমূলক সরকার নেই, প্রতিদিন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। নানাভাবেই আমরা সরকারের যে ঢিলেঢালা ভাব দেখছি তা অত্যন্ত দুঃখজনক।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসির উদ্দিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জেআর