বিএনপির নেতাকর্মীরা আদালতের বারান্দায় ভিড় করায় শুনানি একদিন পিছিয়ে দিয়েছেন বিচারপতি। বিষয়টি গণমাধ্যমকে জানান প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহর আইনজীবী।
আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা রিটের শুনানি হওয়ার কথা ছিলো। সকাল থেকেই কুমিল্লার দেবিদ্বার থেকে শত শত নেতাকর্মী মুন্সীর পক্ষে আদালতের বারান্দায় জড়ো হয়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
আরও পড়ুন:
অতিরিক্ত ভিড়ের কারণে দু'পক্ষের আইনজীবীদের বিচারপতি বলেন, ‘বুধবার শুনানি হবে। শুধু আইনজীবীরা উপস্থিত থাকবেন। ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন বিএনপি প্রার্থী মুন্সীর প্রার্থিতা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন তিনি।’
এদিকে, কুমিল্লা-১ আসন দাউদকান্দি-মেঘনা নিয়ে গঠিত আর কুমিল্লা-২ আসন হোমনা-তিতাস নিয়ে গঠিত সীমানায় নির্বাচন হব। ইসির সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের আদেশ বাতিল করেছে আপিল বিভাগ।





