নীতিনির্ধারক-পেশাজীবীদের নিয়ে কাল জামায়াতের ‘পলিসি সামিট’

কাল জামায়াতের ‘পলিসি সামিট’
কাল জামায়াতের ‘পলিসি সামিট’ | ছবি: এখন টিভি
0

নীতিনির্ধারক ও পেশাজীবীদের নিয়ে আগামীকাল (মঙ্গলবার, ২০ জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর পলিসি সামিট অনুষ্ঠিত হবে। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) জামায়াতের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে পলিসি সামিট ২০২৬।

আরও বলা হয়, এটি একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন, যেখানে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত, সেই মানবিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা নিয়ে হবে গভীর ও গঠনমূলক আলোচনা।

আরও পড়ুন:

এ সম্মেলনে দেশের প্রখ্যাত চিন্তাবিদ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অংশগ্রহণ করবেন বলেও জানানো হয়।

এছাড়া পোস্টে বলা হয়, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিটি গুরুত্বপূর্ণ খাতে একটি মানবিক, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরা হবে।

এসএইচ