দেশের মানুষকে গণতন্ত্র উপহার দিয়েছে বিএনপি: সালাউদ্দিন টুকু

সুলতান সালাউদ্দিন টুকু
সুলতান সালাউদ্দিন টুকু | ছবি: এখন টিভি
4

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের সূচনা করেছেন। আজ (সোমবার, ১৯ জানুয়ারি) বিকেলে শহরের পার্ক বাজারে চাঁদ বাজার দোকান মালিক ব্যবসায়ী সমবায় সমিতির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।

সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ব্যবসায়ীরা যখন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, ‘তখনই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। বিএনপি সবসময়ই একটি ব্যবসাবান্ধব দল।’ ব্যবসায়ীদের যেকোনো সুবিধা-অসুবিধায় বিএনপি পাশে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের স্মরণ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব।’

আরও পড়ুন:

অনুষ্ঠানে টুকু আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি একটি আধুনিক ও নিরাপদ টাঙ্গাইল গড়তে চান। সেখানে থাকবে না কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদক।

অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেজর জেনারেল মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

JR