সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, ব্যবসায়ীরা যখন নির্বিঘ্নে ব্যবসা করতে পারেন, ‘তখনই দেশের অর্থনীতির চাকা সচল থাকে। বিএনপি সবসময়ই একটি ব্যবসাবান্ধব দল।’ ব্যবসায়ীদের যেকোনো সুবিধা-অসুবিধায় বিএনপি পাশে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের স্মরণ করবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকব।’
আরও পড়ুন:
অনুষ্ঠানে টুকু আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি একটি আধুনিক ও নিরাপদ টাঙ্গাইল গড়তে চান। সেখানে থাকবে না কোনো সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদক।
অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেজর জেনারেল মাহমুদুল হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





