কৃষি গুচ্ছের চূড়ান্ত ফল প্রকাশ ২০২৬: দেখবেন যেভাবে

কৃষি গুচ্ছ
কৃষি গুচ্ছ | ছবি: এখন টিভি
0

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের (9 Agricultural Universities Cluster) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল (Agriculture Cluster Subject Choice Result) আজ (সোমবার, ১৯ জানুয়ারি) প্রকাশ করা হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত অফিসিয়াল ওয়েবসাইটে (Official Website) এ ফল আপলোড করা হয়।

একনজরে: কৃষি গুচ্ছ ভর্তি ফল ও পরবর্তী ধাপ (২০২৬)

  • ফল প্রকাশের তারিখ: ১৯ জানুয়ারি, ২০২৬ (সোমবার)।
  • অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়: মোট ৯টি পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়।
  • মোট আসন সংখ্যা: ৩,৭০১টি।
  • কাট-মার্ক (পাস নম্বর): ৫১.২৫ (ভর্তি পরীক্ষায় ন্যূনতম প্রয়োজনীয় নম্বর)।
  • প্রাথমিক ভর্তি নিশ্চয়ন ফি: ১০,০০০ (দশ হাজার) টাকা।
  • ভর্তি নিশ্চয়নের সময়সীমা: ২০ থেকে ২৪ জানুয়ারি, ২০২৬-এর মধ্যে অনলাইনে ফি জমা দিতে হবে।
  • অটো-মাইগ্রেশন: আসন খালি থাকা সাপেক্ষে মোট ৩ বার অটো-মাইগ্রেশন সুবিধা পাওয়া যাবে।

আরও পড়ুন:

ফল চেক করার নিয়ম (How to Check Agri Cluster Result)

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিচের ধাপগুলো অনুসরণ করে সহজেই তাদের বরাদ্দকৃত বিষয় ও বিশ্ববিদ্যালয় দেখতে পারবেন:

১. প্রথমে কৃষি গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট https://acas.edu.bd-এ প্রবেশ করতে হবে।

২. এরপর 'Applicant Login' (আবেদনকারী লগইন) বাটনে ক্লিক করুন।

৩. আপনার পিন (PIN) এবং পাসওয়ার্ড (Password) ব্যবহার করে সাইন ইন করুন।

৪. ড্যাশবোর্ড থেকে 'Admission Result' (ভর্তি ফল) অপশনে ক্লিক করলেই আপনি কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ে সুযোগ পেয়েছেন তা দেখতে পাবেন।

আরও পড়ুন:

ভর্তি ফি ও পরবর্তী ধাপ (Admission Fee & Next Steps)

ফল প্রকাশের পর যারা নির্দিষ্ট বিষয় ও বিশ্ববিদ্যালয় বরাদ্দ পেয়েছেন, তাদের আগামী ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে অনলাইনে ১০ হাজার টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক ধাপ (Primary Admission) সম্পন্ন করতে হবে। অন্যথায় তাদের প্রাথমিক প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এরপর আসন শূন্য থাকা সাপেক্ষে একাধিক অটো-মাইগ্রেশন (Auto-migration) এবং অপেক্ষমাণ তালিকা (Waiting List) থেকে ফল প্রকাশ করা হবে।

কৃষি গুচ্ছের বিষয় পছন্দক্রমের চূড়ান্ত ফল নিচে দেওয়া হলো।

আরও পড়ুন:

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা আসন সংখ্যা

১. বিশ্ববিদ্যালয়ভিত্তিক আসন সংখ্যার তালিকা (২০২৫-২৬)

কৃষি গুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে এ বছর মোট আসন সংখ্যা ৩,৭০১টি। নিচে বিস্তারিত তালিকা দেওয়া হলো:

ক্রমিকবিশ্ববিদ্যালয়ের নামআসন সংখ্যা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU), ময়মনসিংহ১,১১৬
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU), ঢাকা৭০৪
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (BSMRAU), গাজীপুর৩৬০
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (PSTU)৪৫২
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (CVASU)২৭৫
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (SAU), সিলেট৪৩১
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (KAU), খুলনা১৫০
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় (HAU), হবিগঞ্জ৯০
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় (KuAU), কুড়িগ্রাম১২৩

আরও পড়ুন:

এসআর