চবি ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ একনজরে
বিষয় (Topic) তথ্য (Information) ইউনিট ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) মোট আসন ১,০৯৩টি (Total Seats) পরীক্ষার্থী সংখ্যা ৭৯,৪১০ জন (Total Applicants) প্রাথমিক পাসের হার ৪১,৬০৯ জন (Passed Students) বর্তমান অবস্থা ফল স্থগিত ও পুনরায় যাচাই চলছে (Result On-hold)
আরও পড়ুন:
কেন পুনরায় যাচাই হচ্ছে ফল? (Why Re-checking)
গত ৭ জানুয়ারি ফল প্রকাশের পর থেকেই অনেক পরীক্ষার্থী ফল অসংগতির (Result Inconsistency) অভিযোগ তোলেন। আইসিটি সেলের প্রাথমিক তদন্তে দেখা গেছে, অন্তত ১৭টি ওএমআর উত্তরপত্রে বৃত্তের মাপ ও দূরত্বে কারিগরি সমস্যা ছিল। এই ত্রুটির কারণে পুরো ইউনিটের ফল পুনরায় মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে 'এ' ইউনিটের মেধাতালিকা (Merit List) সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বদলাতে পারে মেধাক্রম (Merit Order May Change)
আইসিটি সেলের পরিচালক জানিয়েছেন, প্রতিটি ওএমআর শিট আলাদাভাবে যাচাই করার ফলে আগের প্রকাশিত ফলে ব্যাপক পরিবর্তন আসতে পারে। এতে অনেক শিক্ষার্থীর মেধাক্রম (Merit Position) বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, এই ইউনিটে ১ হাজার ৯৩টি আসনের বিপরীতে ৭৯ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন:




