নোয়াখালীতে ছয় মামলার আসামিকে পিটিয়ে হত্যা

পিটিয়ে হত্যা (প্রতীকি)
পিটিয়ে হত্যা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ডাকাতিসহ ছয় মামলার আসামি মিজানুর রহমান রনি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল (শনিবার, ১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করেছে যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে উপজেলার কালিরহাট বাজারে স্থানীয় বিএনপির রাজনৈতিক বৈঠকে মিজানুর রহমানের সঙ্গে উপস্থিত নেতাকর্মীদের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি সেখান থেকে চলে যান। পরে কিছু লোক কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে তাকে আটক করে এবং লাঠি ও লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ সড়কে ফেলে রেখে চলে যায় তারা।

নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও টিপ ছুরি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ করেনি।

ইএ