ঘটনার পর নিহতকে ডাকাত আখ্যা দিয়ে একদল যুবক বাজারে মিষ্টি বিতরণ করেছে যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
আরও পড়ুন:
পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে উপজেলার কালিরহাট বাজারে স্থানীয় বিএনপির রাজনৈতিক বৈঠকে মিজানুর রহমানের সঙ্গে উপস্থিত নেতাকর্মীদের কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি সেখান থেকে চলে যান। পরে কিছু লোক কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনের সড়কে তাকে আটক করে এবং লাঠি ও লোহার পাইপ দিয়ে মুখ ও মাথায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ সড়কে ফেলে রেখে চলে যায় তারা।
নিহতের পকেট থেকে একটি খেলনা পিস্তল ও টিপ ছুরি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার এখনো কোনো সুনির্দিষ্ট অভিযোগ করেনি।





