কমিশনে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ; পোস্টাল ব্যালট নিয়ে হুঁশিয়ারি ইসি সচিবের

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন | ছবি: সংগৃহীত
3

একইদিন নির্বাচন কমিশনে পাল্টাপাল্টি অভিযোগ করলো বিএনপি ও জামায়াত। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসের ভুলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি। বিভিন্ন দল নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছে বলেও অভিযোগ দলটির। এদিকে পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এছাড়া ইসি সচিব মো. সানাউল্লাহ জানান, পোস্টাল ব্যালট নিয়ে কোনো অসঙ্গতি ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না।

নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে ততই বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ। কখনও পোস্টাল ব্যালট, আচরণবিধি বা প্রচার-প্রচারণাসহ নানা বিষয়ে চলছে বিপরীত মন্তব্য।

এমন অবস্থায় দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সালাহউদ্দিন জানান, পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার ভুলভ্রান্তিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘পোস্টাল ব্যালট নিয়ে উদ্বেগ রয়েছে। পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক বিন্যাসের ব্যাখ্যা দিতে হবে। পোস্টাল ব্যালট পেপারের ভুলভ্রান্তিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

এসময় দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটে সব প্রতীক না দিয়ে এলাকাভিত্তিক প্রার্থীর প্রতীক সম্বলিত ব্যালট ব্যবহারের প্রস্তাবের কথাও জানায় বিএনপি। অন্যান্য দলের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারেও কমিশনকে অবহিত করা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘কমিশনের অনুরোধে তারেক রহমান সফর স্থগিত করেছেন। তবে অন্যান্য দল আচরণবিধি লঙ্ঘন করছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।’

আরও পড়ুন:

এদিকে বিকেল পৌনে ৫টায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।

সাক্ষাৎ শেষে তিনি জানান, পোস্টাল ব্যালট নিয়ে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘বাহরাইনে জামায়াত নেতার কাছে পোস্টাল ব্যালটের ভিডিও নিয়ে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা।’

অভিযোগ করেন, কেউ কেউ ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের নাম করে ভোট চাইছে, এতে ভোটাররা বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছে। এসব বন্ধে কমিশনকে ব্যবস্থা নেয়ার দাবি জানায় তারা।

আরও পড়ুন:

হামিদুর রহমান আযাদে বলেন, ‘নির্দিষ্ট সময়ের আগেই কিছু দল অবাধে নির্বাচনি প্রচারণা শুরু করেছে। নির্বাচনি সমতা রক্ষা করা হচ্ছে না। কমিশনের কাছে সমতা বিধানের সুপারিশ করা হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের নামে ভোট চাওয়া হচ্ছে। এর মাধ্যমে ভোটারদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এসব বন্ধে ইসির কাছে সুপারিশ করা হয়েছে।’

এদিকে সন্ধ্যায় ইসি সচিব আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, পোস্টাল ব্যালট নিয়ে কোথাও কোনো অসঙ্গতি ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না।

মো. সানাউল্লাহ বলেন, ‘পোস্টাল ব্যালট নিয়ে কোথাও কোনো অসঙ্গতি ঘটলে কাউকে ছাড় দেয়া হবে না। কেউ চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আনা হবে। দেশের পোস্টাল ব্যালট প্রবাসের মতো না দিয়ে মূল ব্যালট দেয়া হতে পারে, এ ব্যাপারে সিদ্ধান্ত আগামীকাল (শুক্রবার, ১৬ জানুয়ারি) নেয়া হবে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে পোস্টাল ব্যালটের ভিডিও প্রকাশ পেয়েছে। এসব ব্যাপারে বিভিন্ন দেশের অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করে খোঁজ নেয়া হয়েছে। সৌদি আরব, দুবাই, আবুধাবি, কাতারে পোস্টাল ব্যালট নিয়ে কোনো সমস্যা হয়নি। পোস্টাল ব্যালটের সঙ্গে দেশের ভাবমূর্তি ও শ্রম বাজারের ভবিষ্যৎ জরুরি। অসঙ্গতি বেশি হলে লাইভ ভেরিফিকশন বাধ্যতামূলক করা হবে।’

আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ষষ্ঠ দিনের শুনানিতে মোট ১০৪টি আপিল নিষ্পত্তি করা হয়।

এসএস