বিদেশি দালালদের না চিনলে ইতিহাসের রঙ নৃশংসই থাকবে: আসিফ আকবর

আসিফ আকবর
আসিফ আকবর | ছবি: আসিফ আকবরের ফেসবুক পেজ
0

বিদেশি দালালদের না চিনলে ইতিহাসের রঙ একইরকম নৃশংস থাকবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় গায়ক ও বিসিবি পরিচালক আসিফ আকবর। আজ (বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লিখেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘নেপথ্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রঙ সবসময় একই রকম নৃশংসই থাকবে।’

আরও পড়ুন:

তিনি লিখেন, ‘এরা সংখ্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইতিহাসের উৎকৃষ্টতম উদাহরণ।’

আসিফ আকবর আরও লিখেন, ‘মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহিদ জিয়াউর রহমান থেকে শুরু করে শরিফ ওসমান হাদি তাদেরকে বিদেশি কেউ হত্যা করেনি, হত্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা।’

ইএ