দুই'শ বছরের পুরনো ২ হাজার ৩৭১ বর্গ কিলোমিটারের জেলা পাবনা। নির্বাচনি ভাবনায় সরগরম চায়ের দোকান থেকে শুরু করে গৃহস্থালি।
পাবনায় সাড়ে ২২ লাখের বেশি ভোটারের মধ্যে প্রায় অর্ধেকই নারী। তাদেরই একজন নারী উদ্যোক্তা তামান্না বেগম। অনলাইনে খাবার বিক্রি করে সংসারে বাড়তি খরচের যোগান দিচ্ছেন। তার ভাবনাজুড়ে তাই নারীর ক্ষমতায়ন।
তামান্না বেগম বলেন, ‘নারীরা যাতে দিনে ও রাতে নির্বিঘ্নে যাতায়াত ও অবাধে চলাচল করতে পারে। আর আইনশৃঙ্খলা বাহিনী যেন তাদের কর্ম তৎপরতা বজায় রাখে। আমরা যেন নিরাপদে চলাফেরা করতে পারি এটুকু দাবি থাকবে আমাদের তাদের কাছে।’
আরও পড়ুন:
নারীর ক্ষমতায়ন, বাক স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে প্রার্থীরা কেমন ইশতেহার দিচ্ছেন তার যাচাই-বাছাই করছেন নারী ভোটাররা। শুধু প্রতিশ্রুতি নয়, ইট পাথরের শহরে যানজটের যাঁতাকলে আধুনিকায়ন ও উন্নয়নের জন্য কাজ করতে পারে এমন প্রার্থীর খোঁজ করছেন তারা।
নারী ভোটাররা এবারে কেবল আশ্বাস চান না, চান দৃশ্যমান পরিবর্তন। তাই আগামীর সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুতি নিচ্ছেন তারাও।





