কেউ কেউ জনগণকে প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান | ছবি: সংগৃহীত
0

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও কেউ কেউ জনগণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ (সোমবার, ১২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত দোয়া মাহফিলে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার শোককে শক্তিতে রূপান্তর করে নির্বাচনের জন্য বিএনপি পূর্ণ প্রস্তুতি নিয়েছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংস্কার ও অবকাঠামো উন্নয়নে বেগম খালেদা জিয়া ছিলেন অগ্রগামী। তাই দেশকে এগিয়ে নিতে শুধু রাষ্ট্র কাঠামো সংস্কার নয়, রাজনৈতিক দলগুলোরও সংস্কার করতে হবে।’

এসময় বেগম জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমান জাতীয় ঐক্যের প্রতিকে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইএ