বেলা সোয়া ১১টায় বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরই তারেক রহমান বিভিন্ন সম্পাদক ও সাংবাদিকদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন:
নিজের বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের মতপার্থক্য থাকবে; কিন্তু সেটা যেন মতবিভেদ পর্যায়ে না যায়। নতুন প্রজন্ম আশা দেখতে চাচ্ছে, আমরা জাতিকে সঠিক ডাইরেকশনে নিয়ে যেতে পারবো।’
তারেক রহমান বলেন, ‘দেশে না থাকলেও বেগম খালেদা জিয়া ও সাংবাদিকদের সাথে ঘটা ঘটনা আমরা জানি। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় একত্রে কাজ করলে জাতিকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হবে। যে করেই হোক জবাবদিহিতা বজায় রাখতে হবে, গণতন্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হবে।’





