রাজকোটে বিজয় হাজারে লিগের ম্যাচ খেলার সময় হঠাত পেটে যন্ত্রণা অনুভব হলে হাসাপাতালে নিয়ে যাওয়া হয় এই ক্রিকেটারকে। পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিতসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে অস্ত্রোপচার করলে ব্যথা কিছুটাও কমে। তবে আপাতত বিশ্রামে আছেন তিলক।
আরও পড়ুন:
৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে দলের প্রস্তুতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। যেখানে তিলকের অংশগ্রহণ না করার বিষয়টি অনেকটাই নিশ্চিত বলে খবর ভারতীয় গণমাধ্যমের।
জানা যায়, তার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে না থাকা শুভমান গিলের পাশাপাশি রিয়ান পরাগের নাম ভাবনায় আছে টিম ম্যানেজম্যান্টের।





