তিনি জানান, আজ ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন গজারিয়া কর্তৃক গজারিয়ার ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৬৮ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ৯ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এসময়, ট্রাক চালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন:
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (৬ জানুয়ারি) দিবাগত রাত ২টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় সন্দেহজনক দুইটি লঞ্চ তল্লাশি করে প্রায় ৪৯ লাখ টাকা মূল্যের ৭ হাজার কেজি জাটকা জব্দ করা হয়। এসময়, লঞ্চের মাস্টার ও সুপারভাইজারের মুচলেকা নিয়ে লঞ্চসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।





