দিনাজপুরের বিরলে ভ্যানচালকের মরদেহ উদ্ধার

নিহত ভ্যানচালকের ভাসমান মরদেহ
নিহত ভ্যানচালকের ভাসমান মরদেহ | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে সড়কের পাশের খাঁদ থেকে ভাসমান অবস্থায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তি ফতেপুর গ্রামের ৪০ বছর বয়সী মোকারম হোসেন।

গতকাল (শনিবার, ৩ জানুয়ারি) রাতে থেকে গোদাবাড়ী ভ্যানতাড়া মোড় এলাকার খাঁদের পানিতে ভ্যানসহ ভাসতে থাকা মোকারম হোসেনকে আজ সকালে স্থানীয়রা লক্ষ্য করেন। তারপরই তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

মরদেহ উদ্ধারের পর খবর পেলে বিরল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মোকারম হোসেনের পরিবার আইনানুগ প্রক্রিয়া শুরু করতে দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে দুপুরের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিরল থানা পুলিশ দিনাজপুর মেডিকেল কলেজ এর মর্গে পাঠানো হয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল ইমরান।

এএইচ