ভেনেজুয়েলার যেসব স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

স্যাটেলাইট ছবিতে ভেনেজুয়েলার কারাকাসে অবস্থিত ফুয়ের্তে টিউনা সামরিক কমপ্লেক্সের ক্ষয়-ক্ষতি
স্যাটেলাইট ছবিতে ভেনেজুয়েলার কারাকাসে অবস্থিত ফুয়ের্তে টিউনা সামরিক কমপ্লেক্সের ক্ষয়-ক্ষতি | ছবি: সংগৃহীত
0

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ গতকাল (শনিবার, ৩ জানুয়ারি) আটক করার আগে দেশটির রাজধানী কারাকাস ও আশপাশের বিভিন্ন এলাকায় হামলা চালায় মার্কিন সেনারা। এ হামলার ঘটনার পর বিস্ফোরণ, আগুন ও ধোঁয়ার ছবি ও ভিডিও দেখে অন্তত পাঁচটি স্থাপনা শনাক্ত করতে সক্ষম হয়েছে বিবিসি ভেরিফাই।

যেসব স্থাপনায় এ হামলায় হয়েছে সেগুলো হলো—জেনারেলিসিমো ফ্রান্সিসকো ডি মিরান্ডা বিমান ঘাঁটি, যা লা কার্লোতা নামে পরিচিত। ফুয়ের্তে তিউনা নামে কারাকাসের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। ক্যারিবীয় সাগরের সঙ্গে কারাকাসের প্রধান সংযোগ বন্দর পোর্ত লা গুয়েরা, যা মিরান্ডা অঙ্গরাজ্যে অবস্থিত।

এদিকে কারাকাসের ঠিক পূর্বে অবস্থিত হিগুয়েরোতে বিমানবন্দর এবং এছাড়া মিরান্ডা রাজ্যের সেরো এল ভলকানের একটি সুউচ্চ টেলিকম টাওয়ার, যা অ্যান্টেনাস এল ভলকান নামে পরিচিত সেখানেও হামলা করা হয়।

মার্কিন হামলায় ভেনেজুয়েলার সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি স্যাটেলাইটের ছবিতে ভেনেজুয়েলার ফুয়ের্তে তিউনা নামের গুরুত্বপূর্ণ একটি সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতি সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

আরও পড়ুন:

ভ্যান্টরের ধারণকৃত ছবিতে সামরিক স্থাপনাটির কমপক্ষে ছয়টি কাঠামোতে গুরুতর ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। ছবিগুলো বিশ্লেষণ করেছে বিবিসি ভেরিফাই।

একটি ছবিতে লাল ছাদযুক্ত একটি বড় অবকাঠামো থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। সেটার দক্ষিণে তিনটি ছোট ভবন প্রায় সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

এএম