টাঙ্গাইলে সংসদ সদস্য প্রার্থীর বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা

0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‎টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের স্বতন্ত্রপ্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে টাঙ্গাইল আদালতে মামলা করা হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) মির্জাপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. সুজন মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

টাঙ্গাইল দ্রুত বিচার ট্রাইব্যুনালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. গোলাম মাহবুব খানের আদালতে হাজির হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪ ও ৫ ধারা অনুযায়ী এ মামলার আবেদন করা হয়।

আদালত আবেদন আমলে নিয়ে সংশ্লিষ্ট থানার (মির্জাপুর) অফিসার ইনচার্জকে অভিযোগকারী কর্তৃক দাখিলকৃত অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করার নির্দেশ দেন। ‎মামলায় সালাউদ্দিন আলমগীর রাসেলকে আট নম্বর আসামি করে ৪৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

এ ‎মামলায় প্রধান আসামি করা হয়েছে টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভকে। অন্যান্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- মির্জাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক তাহারিম হোসেন সীমান্ত, তার ব্যক্তিগত সহকারী মীর আসিফ অনিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগ (পশ্চিম) সভাপতি হাজী হুমায়ূন কবির, ছাত্রলীগ সদস্য খান আহমেদ জয়নাল।

আরও পড়ুন:

‎মামলার বিবরণে, আট নম্বর আসামি সালাউদ্দিন আলমগীর রাসেলকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এবং ঢাকা দক্ষিণের সাবেক মেয়র ফজলে নূর তাপসের ব্যবসায়িক পার্টনার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন নিপীড়নের অর্থ যোগানদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য সালাউদ্দিন আলমগীর বলেন, আমার বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার ফল বলে মন্তব্য করেছেন। ছাত্রদের বৈষম্যবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আমার কোনো অবস্থান ছিল এমন অভিযোগ সারাজীবন তপস্যা করেও কেউ প্রমাণ করতে পারবে না। শুধু তাই নয়, কোনো ধরনের অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে আমার সম্পৃক্ততা কিংবা ফান্ডিংয়ের প্রমাণও কেউ দিতে পারবে না। কারণ আমি সারা জীবন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত ছিলাম না।

তিনি আরও বলেন, ‘ইতোপূর্বে আমার বিরুদ্ধে যেসব ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগ আনা হয়েছে, তার সবই মিথ্যা প্রমাণিত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না এবং ভবিষ্যতেও হবে না।’

এএম