পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) দিবাগত রাতে একটি সংঘবদ্ধ চোর চক্র খানপাড়া এলাকায় স্থাপিত একটি বিদ্যুতের খুঁটির ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে যায়। এ সময় তারা ট্রান্সফরমারের সঙ্গে লাগানো শিকল ও তালা কাটার চেষ্টা করে।
একপর্যায়ে ট্রান্সফরমারটি খুলে ফেলার আগেই হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর চক্রের এক সদস্য ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ধারণা করছে, গভীর রাত হওয়ায় নিহতের মরদেহ কিছুটা দূরে সরিয়ে রেখে চক্রের অন্যান্য সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন:
আজ (শুক্রবার, ২ জানুয়ারি) সকালে পথচারীদের নজরে বিষয়টি এলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
স্থানীয়রা জানান, মাত্র এক সপ্তাহ আগেও একই এলাকার পাশের একটি বিদ্যুতের খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে।
সিংগাইর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. গোলাম রাব্বানী বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পর আমরা থানা-পুলিশকে অবহিত করি। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।’
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘অজ্ঞাতনামা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে পাঠানো হচ্ছে। পিবিআই ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে মরদেহ শনাক্তের উদ্যোগ নেবে। বিষয়টি তদন্তাধীন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’





