এ উপলক্ষে বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে আজ (বৃহস্পতিবার, ১ জানুয়ারি) সন্ধ্যায় সমিতির সভাকক্ষে এক দোয়া মাহফিল ও দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন আইন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের সদস্য তৌফিকুল ইসলাম প্রতীক। উপস্থিত ছিলেন বাংলাদেশ আইন সমিতির ২০২৬ সনের নির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ সদস্য ও শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
আইন সমিতির নেতারা জানান, খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষার লড়াইয়ে দীর্ঘ সময় সংগ্রাম করেছেন। দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষা, সুশাসন প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নে তার অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের রাজনৈতিক অঙ্গনে তার অভাব কখনো পূরণ হবার নয়।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।





