প্রিমিয়ার লিগ: রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে লিভারপুল-ম্যানচেস্টার সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ | ছবি: সংগৃহীত
0

প্রিমিয়ার লিগে আজ রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। এছাড়া খেলবে ক্রিস্টাল প্যালেস ও টটেনহ্যামের মতো দলগুলোও।

রাত সাড়ে এগারোটায় ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে নামবে লিভারপুল। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচের সবগুলোতে জয় পাওয়া লিভারপুল এ ম্যাচেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে চাইবে।

আরও পড়ুন:

অন্যদিকে জয় দিয়ে বছর শুরু করতে চাইবে শেষ দেখায় ৩-৩ গোলে ড্র করা লিডস। একই সময়ে অন্য ম্যাচে লড়বে ক্রিস্টাল প্যালেস ও ফুলহাম। রাত ২টায় গুরুত্বপূর্ণ ম্যাচে সান্দারল্যান্ডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।

শিরোপার দৌড়ে টিকে থাকতে টেবিলের দুইয়ে থাকা সিটিজেনদের সামনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই। তবে ঘরের মাঠে পেপ গার্দিওলার দলের কঠিন পরীক্ষাই নিতে চাইবে সান্দারল্যান্ড।

এফএস