খালেদা জিয়ার চিরবিদায়: দেশ-বিদেশের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত

খালেদা জিয়া
খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
0

বেগম খালেদা জিয়ার চিরবিদায় যেমন অশ্রু ঝরিয়েছে তার সহকর্মীদের চোখে-মনে, তেমনি তার চলে যাওয়া বাংলাদেশের গণতান্ত্রিক উৎকর্ষতায় অপূরণীয় ক্ষতি। তার জন্য দোয়া চাইলেন দীর্ঘদিনের রাজনীতির সহকর্মীরা। পাকিস্তান, ভারত, ভুটান নেপালসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরাও অংশ নিলেন জানাজায়, জানালেন চিরবিদায়ের শ্রদ্ধা।

রাজপথেই যার দীর্ঘ পথচলা তিনি সেই পথেই ফিরলেন, লাল সবুজের কফিন বন্দি হয়ে।

৪২ বছরের রাজনৈতিক জীবনে কোটি সমর্থক আর দীর্ঘ দিনের সহকর্মী যারা, জেল-জুলুম থেকে নানা চড়াই উৎরাই আর সুখ দুঃখের সাক্ষী। কফিন বন্দি বেগম জিয়ার সামনে রাজনৈতিক নেতাদের যেন দাঁড়াতে হয়েছে বহু ভার আর শোক নিয়ে। আপসহীন এ নেত্রীর জীবনে সহযোদ্ধাদের সঙ্গে বেগম জিয়ার এমন অন্তিম যাত্রার ক্ষণে সেসব স্মৃতির ভার কতটা?

আরও পড়ুন:

৮০ বছরের বেগম জিয়ার এ প্রস্থান মেনে নেয়া যতটা কঠিন তার চেয়ে গণতান্ত্রিক উৎকর্ষতায় রাজনৈতিক ক্ষতিও যেন কোন অংশে কম নয়। তাই জানাজায় অংশ নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বারবার রাজনৈতিক নেতাদের কণ্ঠে উঠে এলো এমন বক্তব্য।

বিশ্বের মধ্যে অন্যতম এই নারী নেত্রীর গ্রহণযোগ্যতা যেন দেশ ছাপিয়ে, তেমনি বিদেশেও। তাই বেগম জিয়ার প্রস্থানে যেন ভারত, পাকিস্তান, ভুটানসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছুটে আসেন ঢাকায়। উপস্থিত হন অন্তত ৩২ টি দেশের রাষ্ট্রদূত।

লাখো মানুষের অংশ নেয়ার মাধ্যমে প্রমাণ করলেন এ শুধু অন্তিম যাত্রার মাধ্যমেই শেষ নয় , জনপ্রিয়তা, ভালোবাসা ও শ্রদ্ধার অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়া ইতিহাসের পাতায় থাকবেন যুগের পর যুগ।

ইএ