নারায়ণগঞ্জে বিএনপির ২ নেতা বহিষ্কার

বিএনপির বহিষ্কৃত ২ নেতা
বিএনপির বহিষ্কৃত ২ নেতা | ছবি: এখন টিভি
0

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির নারায়ণগঞ্জের ২ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। বহিষ্কৃত নেতারা হলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, মোহাম্মদ শাহ আলম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃতদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০০১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনীত হয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সংসদ সদস্য হন হ মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন গিয়াসউদ্দিন।

অন্যদিকে ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন পান শাহ আলম। নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী সারা বেগম কবরির কাছে পরাজিত হন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা অমান্য করে কর্মকাণ্ড পরিচালনার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।

এএইচ