খালেদা জিয়ার মৃত্যুতে ফেনীতে শোকের ছায়া

ফেনীতে খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম
ফেনীতে খালেদা জিয়ার স্মরণে কোরআন খতম | ছবি: এখন টিভি
0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ফেনীতে পৌঁছানোর পর জেলাজুড়ে এক শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) ভোরে ​সংবাদটি পাওয়ার পরপরই ফেনীর সোনালি সন্তান ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিভাবককে হারিয়ে ফেনী বিএনপির শীর্ষ নেতারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। নিজের জন্মমাটির প্রিয় নেত্রীকে হারানোর খবরে কান্নায় ভেঙে পড়েছেন জেলা বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ।

​বিএনপি নেতারা জানান, বেগম জিয়া কেবল একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন ফেনীর মানুষের গর্ব। তার মৃত্যুতে ফেনীর রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো।

তিনি দীর্ঘদিন ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া তথা ফেনী এক আসনের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। খালেদা জিয়ার মৃত্যুর খবর সেখানে পৌঁছালে সাধারণ মানুষের মধ্যেও শোকের আবহ বিরাজ করছে।

আরও পড়ুন:

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘দেশনেত্রীর মৃত্যুতে আমরা এতিম হয়ে গেলাম। এতদিন স্লোগানে বলতাম ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। আজ থেকে তিনি আর আমাদের মাঝে নেই, একথা ভাবতেই কষ্ট লাগছে। আমি তার বিদেহী আত্মার শান্তির জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বেগম জিয়া আমাদের ফেনী বাসীর গর্বের প্রতীক ছিলেন। তাকে নিয়ে আমরা সব জায়গায় গর্ব করতাম। ফেনী এক আসন থেকে তিনি পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। এখান থেকে নির্বাচিত হয়ে তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন। আজ তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো সেটি আর পূরণ হওয়া সম্ভব নয়।

বেগম জিয়ার নির্বাচনী আসন ফেনী-১ এর সমন্বয়ক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, ‘বেগম জিয়ার মৃত্যুর খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছি। সোমবার (২৯ ডিসেম্বর) ম্যাডামের পক্ষে ফেনীতে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তার মৃত্যুর খবর পাব, এটা কল্পনাও করিনি। আমি দেশবাসীর কাছে এবং ফেনী এক আসনের সর্বস্তরের জনগণের কাছে বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া কামনা করছি।’

উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়া ফেনীর ফুলগাজী উপজেলা শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে জন্মগ্রহণ করেন।

ইএ