খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোক

খালেদা জিয়ার মৃত্যু ও খেলোয়াড়দের শোক প্রকাশ
খালেদা জিয়ার মৃত্যু ও খেলোয়াড়দের শোক প্রকাশ | ছবি: এখন টিভি
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকে মুহ্যমান পুরো দেশ। এর প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। শোকের অংশ হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঘরোয়া ফুটবলের ম্যাচ স্থগিত করা হয়েছে। দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের পাশাপাশি শোক প্রকাশ করেছেন ক্রিকেটাররাও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচ স্থগিতের কথা জানায়।

এক শোকবার্তায় বিসিবি জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবি গভীরভাবে শোকাহত। তার সময়ে বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। ক্রিকেটকে দেশব্যাপী ছড়িয়ে দিতে তিনি ভূমিকা রেখেছেন। আজ ক্রিকেট যে পর্যায়ে পৌঁছেছে, তাতে তার অবদান স্মরণযোগ্য। জাতির এই দুঃসময়ে আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোও পৃথকভাবে শোক প্রকাশ করেছে।

অন্যদিকে, বাফুফে এক শোকবার্তায় জানায়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্ব। তার অবদান ইতিহাসে অমর হয়ে থাকবে। তার মৃত্যুতে দেশ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের পক্ষ থেকে শোক জানানো হয়।

এছাড়া ক্রিকেটারদের কল্যাণে কাজ করা সংগঠন কোয়াবও (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) শোক প্রকাশ করেছে।

ক্রিকেটারদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, রুবেল হোসেন ও লিটন দাসসহ অন্যারা।

মাশরাফি বিন মর্তুজা লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি। এই কঠিন সময়ে তার পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি সমবেদনা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তার অবদান দেশের মানুষ স্মরণ করবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

সাকিব আল হাসান লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ইন্তেকাল করেছেন। এই শোকের মুহূর্তে তার পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আল্লাহ তায়ালা তার রুহের মাগফিরাত দান করুন।

তামিম ইকবাল তার অফিশিয়াল ফেসবুক পেজে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীক। মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন।

রুবেল হোসেন লেখেন, আজ ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

লিটন দাস লেখেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা।

অন্যান্য ফেডারেশনের সিদ্ধান্ত

বাফুফের পাশাপাশি দেশের অন্যান্য ক্রীড়া ফেডারেশনও শোক প্রকাশ করেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের (পুরুষ ও নারী) নির্ধারিত সেমিফাইনাল ম্যাচগুলো স্থগিত করেছে।

উল্লেখ্য, ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে তিনি নিউমোনিয়াতেও আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় ৮০ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

এনএইচ