অবস্থান কর্মসূচি ১ দিন বন্ধের ঘোষণা ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান ও বিক্ষোভ
হাদি হত্যার বিচার দাবিতে অবস্থান ও বিক্ষোভ | ছবি: এখন টিভি
1

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে টানা চারদিন ধরে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে ইনকিলাব মঞ্চ। তবে বিরূপ আবহাওয়ার কারণে ১ দিনের জন্য অবস্থান কর্মসূচি বন্ধ রাখার কথা জানিয়েছে দলটি।

আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের এ ঘোষণা দেন। তবে আগামীকাল অনলাইনে রিমেম্বারিং আওয়ার কালচারাল হিরো শিরোনামে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ।

এ কর্মসূচিতে শরীফ ওসমান হাদির স্মরণে লেখা গান কবিতাসহ তার বক্তব্য অনলাইনে ছড়িয়ে দেবার আহ্বান জানানো হয়।

শুক্রবার শাহবাগে অবরোধ কর্মসূচি ঘোষণার পর চতুর্থ দিনে এসে সর্বোচ্চ উপস্থিতি দেখা যায়। হাদি হত্যার বিচার না পেলে ঘরে না ফেরার অঙ্গীকার ব্যক্ত করে বিক্ষোভকারীরা।


এএইচ