পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আজকে আমি এ অবস্থায় মনোনয়নপত্র দাখিল করতে পারবো সেটা কিন্তু আমি কখনোই ভাবি নাই। এজন্য মহান আল্লাহ তায়ালার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। আর আরেকটা শুকরিয়া আদায় করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসেছেন এবং তার মনোনয়নপত্র আজকেই দাখিল হবে। সামনে নির্বাচন যেন সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণভাবে হয় এবং অতীতের মত কোন কারচুপি না হয় সেজন্য আপনারাও দোয়া করবেন এবং আপনারা পর্যবেক্ষণ করবেন।’
ভোটারদের প্রতি আহ্বান কি এমন প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, ভোটারদের প্রতি আমার একটাই আহ্বান আপনারা আগামীতে দেশ গড়ার জন্য সবার আগে বাংলাদেশ এ স্লোগানকে বিশ্বাস করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটি প্ল্যান আছে আপনারা নিশ্চয়ই জানেন এবং শুনেছেন সেই প্ল্যান বাস্তবায়নের জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাবো।’
তিনি আরও বলেন, ‘আমি একটি কথাই বলবো আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আগের থেকে আরও অনেক বেশি করার চেষ্টা করবো। কারণ এখন আমার দ্বিতীয় জীবন। এ দ্বিতীয় জীবনে আমার একটাই লক্ষ্য আখেরাত। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে উন্নয়ন আমার জনপদের মানুষের উন্নয়ন। তৃতীয়তে আমার পরিবার। নিশ্চয়ই আমি কতটুকু করবো আপনারা বুঝতেই পারছেন। এছাড়া মাদক এবং জুয়া আমার তিন থানায় ইনশাল্লাহ হতেই দিব না। এজন্য আপনারা আমাদের সহযোগিতা এবং আমাদের সঙ্গে থাকবেন।’
ইসলামী দল গুলোর জোটে নির্বাচনকে সাধুবাদ জানিয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘নির্বাচন প্রতিযোগিতামূলক হবে। এ প্রতিযোগিতায় তাদের জনমত বেশি থাকে তারা আসবেন। আর বিএনপির জনমত বেশি থাকলে বিএনপি আসবে। এজন্য অবশ্যই সাধুবাদ জানাই জোটকে। ইনশাল্লাহ আমি আশাবাদী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হবে।’





