প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিতে সবসময়ই সেরা চীন। একারণে দেশটির আবিষ্কারকদের অভাবনীয় উদ্ভাবনী শক্তির সুখ্যাতি রয়েছে বিশ্বজুড়ে।
এবার মাত্র দুই সেকেন্ডে ঘণ্টায় ৭০০ কিলোমিটার বেগে ছুটে নতুন রেকর্ড গড়লো চীনের ম্যাগলেভ ট্রেন। দেশটির ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা সফল এ পরীক্ষা চালান।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, রুপালি রঙ্গের ট্রেনটি বিদ্যুৎ গতিতে লাইন অতিক্রম করে। এসময় এর ক্ষিপ্রতা এতটাই বেশি ছিল যে কিছু বুঝে ওঠার আগেই রেলযানটি লাইন অতিক্রম করে।
আরও পড়ুন:
প্রায় এক হাজার কেজি ওজনের একটি ট্রেন এ পরীক্ষায় ব্যবহৃত হয়। এছাড়া, ট্রেনটির চলাচলের জন্য ব্যবহার করা হয়েছে ৪০০ মিটার দীর্ঘ ম্যাগলেভ ট্রাক। পর্যবেক্ষক দল জানায়, পরীক্ষায় সঠিক সময়ে ট্রেনের গতি নিয়ন্ত্রণেও সফল হয়েছেন তারা।
মূলত ম্যাগলেভ ট্রেনে চাকার পরিবর্তে ইলেক্ট্রো ম্যাগনেট ব্যবহার করা হয়। একারণে দ্রুতগতির এই ট্রেন লাইনের ওপর ভেসে চলে। সুপারকন্ডাক্টিং চুম্বক ট্রেনকে ওপরের দিকে তোলে এবং সামনের দিকে ঠেলে দেয়। আর ট্রেন চলে রেল ট্রাকের সঙ্গে কোনো সংঘর্ষ ছাড়াই।
তবে বৈজ্ঞানিক দলের এ সাফল্য একদিনে ধরা দেয়নি। এজন্য প্রায় ১০ বছর বছর ধরে প্রকল্পটি নিয়ে কাজ করতে হয়েছে তাদের।
ন্যাশনাল ইন্সটিটিউট অব ডিফেন্স টেকনোলজির অধ্যাপক লি জি বলেন, ‘অত্যাধুনিক এই সুপারকন্ডাক্টিং ইলেক্ট্রনিক ম্যাগলেভ সিস্টেম সফলভাবে তৈরি হয়েছে। একারণে আমরা সামনে দিনগুলোতে ম্যাগলেভ পরিবহন নিয়ে আরও বেশি গবেষণা চালিয়ে যেতে পারব।’
এর আগে জানুয়ারিতে গবেষক দল একই ট্রাকে ম্যাগলেভ ট্রেনের পরীক্ষা চালিয়ে ঘণ্টায় ৬৪৮ কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়।




