আজ (সোমবার, ২৯ ডিসেম্বর) নৌ পরিবহন অধিদপ্তর জানিয়েছে, গত ৬ নভেম্বর জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত আবেদনের শেষ সময় বাড়িয়ে চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত করা হয়েছে।
এছাড়া ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে লিখিত পরীক্ষা আগামী ২০২৬ সালের ৫ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ও কেন্দ্র সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে প্রার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।





