প্রায় দেড় বছর বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে নারী ফুটবল লিগ। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া নারী এশিয়ান কাপকে সামনে রেখে ১১ দল নিয়ে শুরু হচ্ছে এবারের আসর। যেখান থেকে সেরা ফুটবলার বাছাই করে গড়া দল নিয়ে এশিয়ান কাপে ভালো কিছু করতে চায় বাফুফে।
নারী ফুটবল লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস অ্যাকাডেমি। এবারের লিগে দলবদল নিয়ে সন্তুষ্ট না হলেও ডিসেম্বরের শুরুতে খেলা সাফ ক্লাব কাপের অভিজ্ঞতা নিয়েই লড়াই করতে চান তিনি।
নাসরিন স্পোর্টস অ্যাকাডেমির কর্ণধার নাসরিন আক্তার বেবি বলেন, ‘দল বদলে আমি খুব একটা ভালো করতে পারিনি। ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য নেপালে ছিলাম। সেখান থেকে এসে মাত্র পাঁচদিন সময় পেয়েছি দল বদলের।’
এদিকে এবারের লিগে নবাগত দলগুলোর একটি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। যে দলে খেলবেন সানজিদা আক্তার ও সাগরিকা খাতুন। ফুটসালে খেলার সুযোগ থাকলেও লিগ খেলাকেই প্রাধান্য দিচ্ছেন সানজিদা।
আরও পড়ুন:
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ফুটবলার সানজিদা আক্তার বলেন, আপনারা জানেন আমাদের বাকি সব খেলোয়ার ফুটসালে খেলতে গিয়েছে। সেখানে যাওয়ার সুযোগ ছিলো কিন্তু আমি যাইনি লিগ খেলবো জন্য। পুলিশের হয়ে খেলতে এসেছি আমরা আমাদের সেরা দেয়ার চেষ্টা করব।
নতুন দল নিয়ে আশাবাদী সাগরিকা। লিগ শুরুর আগে জানিয়েছেন নিজের লক্ষ্যটাও।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ফুটবলার সাগরিকা খাতুন বলেন, ‘ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ব্যক্তিগত লক্ষ্য বলতে আপনারা দেখেছেন আমি অনেক গোল করেছিলাম। তাই আমার এটিই উদ্দেশ্য বেশি বেশি গোল করতে হবে।’
মোট ৫৫ ম্যাচের রাউন্ড রবিন ফরম্যাটের লিগের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে। ৩০ জানুয়ারি শেষ হবে এবারের আসর।





