আজ (রোববার, ২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদে আলেম-ওলামাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘দেশ এখন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। নানা ধরনের কথাবার্তা উঠছে, বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন জানি মনে হচ্ছে, দেশকে অস্থির করে তুলতে পেছন থেকে কেউ কেউ ষড়যন্ত্র করছে। এসময়ে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যেন দেশ আবার কোনো অন্ধকারের দিকে চলে না যায়।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে। আমাদের খেয়াল রাখতে হবে, যেন কেউ এই নির্বাচন ভাঙতে না পারে।’
এসময় তিনি আলেম-ওলামাদের কাছে ভোটের পাশাপাশি অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়াও চেয়েছেন।





