গুয়াতেমালায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১৫

গুয়াতেমালায় সড়ক দুর্ঘটনা
গুয়াতেমালায় সড়ক দুর্ঘটনা | ছবি: সংগৃহীত
0

গুয়াতেমালায় যাত্রীবাহি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ মোট ১৫ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ১ শিশু বলে জানিয়েছে স্থানীয় দমকল বাহিনী। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৯ জন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গুয়াতেমালা সিটি থেকে স্যান মার্কোসগামী বাসটি ইন্টার-আমেরিকান মহাসড়ক থেকে ছিটকে ৭৫ মিটার গভীর একটি খাদে পড়ে যায়। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীদের সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ।

আরও পড়ুন:

স্থানীয়রা বলছেন, মূল শহর থেকে কিছুটা দূরবর্তী এই এলাকাতে ঘন কুয়াশার কারণে প্রায়ই বিপদে পড়েন চালকরা। সবশেষ গেল ফেব্রুয়ারিতে গুয়াতেমালা সিটির উত্তর প্রবেশ পথে একটি বাস খাদে পড়ে ৫৪ জনের মৃত্যু হয়।

ইএ