ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন তারেক রহমান

বক্তব্য দিচ্ছেন তারেক রহমান
বক্তব্য দিচ্ছেন তারেক রহমান | ছবি: এখন টিভি
0

ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (রোববার, ২৮ ডিসেম্বর) বেলা ১১ টা ১০ মিনিট সেগুনবাগিচায় অবস্থিত ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরীর কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব জনাব এ বি এম আব্দুস সাত্তার। এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন তারেক রহমান। এরমধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তাকে ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করেছেন। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ঢাকার এ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

আরও পড়ুন:

ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল, তার মধ্যে ঢাকা-১৭ আসনও ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সংসদীয় আসন থেকেও নির্বাচন করতে যাচ্ছেন।

ইএ