নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান

নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান
নির্বাচন কমিশনে যাচ্ছেন তারেক রহমান | ছবি: এখন টিভি
1

নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করার পর নির্বাচন কমিশন ভবনের দিকে রওনা দিয়েছেন তিনি। আজ ভোটার হওয়ার জন্য ইসি কার্যালয়ে যাচ্ছেন তিনি।

এদিকে তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। এ বিষয়ে টেলিফোনে তিনি জানান, ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী কমিশন চাইলে বিশেষ পরিস্থিতিতে যেকাউকে যেকোনো সময় ভোটার করতে পারে।

আরও পড়ুন:

নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন করতে ফিঙ্গার প্রিন্ট, আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহ করা হবে তারেক রহমানের। এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান।

এছাড়া আজ বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছেছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

বায়োমেট্রিক সম্পন্ন করার ৭ থেকে ২৪ ঘণ্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার হচ্ছেন ঢাকা- ১৭ আসন, অর্থাৎ গুলশান এলাকার।

এর আগে বেলা সাড়ে ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কবর জিয়ারত করেন তারেক রহমান।

এসএস