এদিকে তারেক রহমানের ভোটার হতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ। এ বিষয়ে টেলিফোনে তিনি জানান, ভোটার তালিকা আইনের ১৫ অনুচ্ছেদ অনুযায়ী কমিশন চাইলে বিশেষ পরিস্থিতিতে যেকাউকে যেকোনো সময় ভোটার করতে পারে।
আরও পড়ুন:
নির্বাচন কমিশন ভবনে জাতীয় পরিচয়পত্রের নিবন্ধন করতে ফিঙ্গার প্রিন্ট, আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহ করা হবে তারেক রহমানের। এর আগেই অনলাইনে ভোটার হওয়ার আবেদন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জায়মা রহমান।
এছাড়া আজ বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছেছেন তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান।
বায়োমেট্রিক সম্পন্ন করার ৭ থেকে ২৪ ঘণ্টা পর তিনি জাতীয় পরিচয়পত্র হাতে পাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভোটার হচ্ছেন ঢাকা- ১৭ আসন, অর্থাৎ গুলশান এলাকার।
এর আগে বেলা সাড়ে ১১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন কবর জিয়ারত করেন তারেক রহমান।





