ভারতে বড়দিন উৎসবে হামলার ঘটনায় আটক ৪

ভারতে বড়দিন উৎসবে হামলা
ভারতে বড়দিন উৎসবে হামলা | ছবি: এখন টিভি
0

ভারতজুড়ে খ্রিস্টানদের বড়দিন উৎসবে হামলা চালিয়েছে বেশ কয়েকটি উগ্রপন্থি হিন্দুত্ববাদী গোষ্ঠী। বড়দিনের অনুষ্ঠানে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বড়দিনে সহিংসতার ঘটনায় উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে হুঁশিয়ার করেছেন কংগ্রেস নেতা শশী থারুর।

স্লোগান দিয়ে খ্রিস্টানদের বড়দিন উৎসবের সাজসজ্জা, মঞ্চ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ভারতের। বড়দিনে দেশটির আসাম, ছত্তিশগড়, মধ্য ও উত্তর প্রদেশ ও কেরালাসহ বিভিন্ন জায়গায় ঘটেছে ভয়াবহ হামলার ঘটনা। এরজন্য ভারতে থাকা বিশ্ব হিন্দু পরিষদ-ভিএইচপি, বজরং দল ও আরএসএসের মতো উগ্রপন্থি হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোকে দায়ি করা হচ্ছে।

এমনকি মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি ক্রিসমাস অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী নারীর গায়েও হাত তোলার অভিযোগে উঠেছে এক বিজেপি নারী কর্মী বিরুদ্ধে। খ্রিস্টান সম্প্রদায়ের ওপর এসব সহিংস হামলার ঘটনাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে এরইমধ্যে ভাইরাল। যার কারণে কট্টরপন্থি এসব হিন্দুদের বিরুদ্ধে বইছে নিন্দার ঝড়।

খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। এমনকি খ্রিস্টানদের ধর্মবিশ্বাসের ওপর আক্রমণকে সমস্ত ভারতীয়দের ওপর আক্রমণ হিসেবে দেখা হবে বলে হুঁশিয়ার করেছেন এ কংগ্রেস নেতা।

আরও পড়ুন:

কংগ্রেস নেতা শশী থারুর বলেন, ‘এ ধরনের হামলা কেবল খ্রিস্টানদের ওপর নয় বরং পুরো ভারতের ওপর আক্রমণ। যে কোনো ধর্মীয় উপাসনালয় ও বিশ্বাসের স্বাধীনতার ওপর হুমকি সম্মিলিতভাবে রক্ষার উদ্যোগ নিতে হবে। ধর্মীয় সহিংসতার মধ্যে নীরবতা গণতন্ত্রের জন্য হুমকি।’

এরইমধ্যে এসব সহিংসতা মোকাবিলায় তৎপরতা শুরুর কথা জানিয়েছে পুলিশ। বড়দিনে হামলা, ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়ার অভিযোগে সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে।

এবার বড়দিনের মৌসুমে ভারতে খ্রিস্টানদের উৎস আয়োজনে ৬০টির বেশি হামলার ঘটনা ঘটেছে বলে দাবি দেশটির ক্যাথলিক বিশপস কনফারেন্স-সিবিসিআইয়ের। এ অবস্থায় সব নাগরিকদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বানও জানানো হয়েছে।

এফএস