ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবদন্তি রবার্টসনের প্রয়াণ

ফুটবলার রবার্টসন
ফুটবলার রবার্টসন | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবদন্তি জন রবার্টসন মারা গেছেন। এক বিবৃতিতে উয়েফা ও রবার্টসনের ক্লাব নটিংহ্যাম ফরেস্ট এ তথ্য নিশ্চিত করেছে।

প্রিমিয়ার লিগের দল নটিংহ্যাম ফরেস্টের সর্বকালের সেরা ফুটবলার বলা হয় রবার্টসনকে। তার নৈপুণ্যেই টানা দুইবার ইউরোপিয়ান কাপ জিতেছে ফরেস্ট। ইউরোপে ফরেস্টই একমাত্র ক্লাব যাদের ক্যাবিনেটে ঘরোয়া লিগের চেয়ে ইউরোপিয়ান টুর্নামেন্টের শিরোপা বেশি।

আরও পড়ুন:

নটিংহ্যামের জেতা দুই ফাইনালের একটিতে অ্যাসিস্ট এবং অন্যটিতে গোল করেছিলেন এ উইঙ্গার। চোখজুড়ানো নৈপুণ্যের কারণে তাকে ফুটবলের পিকাসো বলে ডাকা হতো। ফরেস্টের হয়ে ৪৯৯ ম্যাচে ৯৫ গোল করেন তিনি। এছাড়া স্কটল্যান্ড জাতীয় দলের হয়ে ২৮ ম্যাচে ৮ গোল করেন এ ফুটবলার।

এফএস