ভালুকায় দিপু হত্যার ঘটনায় আরও ৬ জন গ্রেপ্তার

পুলিশি হেফাজতে গ্রেপ্তাররা
পুলিশি হেফাজতে গ্রেপ্তাররা | ছবি: এখন টিভি
0

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তুলে পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও ভিডিও পর্যালোচনা করে গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) রাতে তাদেরকে ভালুকা থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট ১৮ জনকে গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা বাহিনী।

আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে গ্রেপ্তার ৬ জনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। রিমান্ড শুনানি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

গ্রেপ্তার আসামিরা হলেন— মাদারীপুরের শিবচর এলাকার মাসুম খালাসী (২২), নোয়াখালীর বেগমগঞ্জের সেলিম মিয়া (২২), ময়মনসিংহের তারাকান্দার মো. শামীম মিয়া (২৮), ময়মনসিংহ সদরের নূর আলম (৩৩), ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গির রুহুল আমিন (৪২) ও সুনামগঞ্জের জামালগঞ্জের তাকবির (২২)।

ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) লিমিটেডের কারখানার শ্রমিক ছিলেন নিহত দিপু চন্দ্র দাস (২৭)। তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে তিনি।

আরও পড়ুন:

গত ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাত ৯টার দিকে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর মরদেহে আগুন দেয় উত্তেজিত জনতা।

এ ঘটনায় ভালুকা থানায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার আসামিরা ঘটনাস্থলে উপস্থিত থেকে স্লোগানের মাধ্যমে উৎসুক জনতাকে উসকানি দিয়ে মব সৃষ্টি করে হত্যাকাণ্ড সংঘটিত করে এবং মরদেহ ঝুলিয়ে আগুন দেয়ার বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গ্রেপ্তার ছয়জনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে তাদের আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এসএইচ