নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান

ইশরাত এলিজা
তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একজন মা যেমন স্বপ্ন দেখেন, তেমন নিরাপদ দেশ গড়ে তুলতে চাই।’ আজ (বৃহস্পতিবার, ২৫ আগস্ট) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিটে দল থেকে দেওয়া সংবর্ধনায় একথা বলেন তিনি। বেলা ৩টা ৫৭ মিনিটে ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধনের মাধ্যমে তিনি তাঁর ভাষণ শুরু করেন।

তারেক রহমান বলেন, ‘গত বছরের ৫ আগস্ট এদেশের সব শ্রেণির মানুষ রাস্তায় নেমে গণতন্ত্রকে রক্ষা করেছেন। এখন আমরা সবাই মিলে নিরাপদ দেশ গড়ে তুলতে চাই।’

আরও পড়ুন:

মঞ্চে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির শরিক রাজনৈতিক দলের নেতারা উপস্থিত রয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেতাকে সশরীরে সামনে পেয়ে নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

ইএ