এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মঞ্চে আসন গ্রহণ করেছেন। আর কিছুক্ষণের মধ্যে তারেক রহমান অস্থায়ী মঞ্চে এসে পৌঁছাবেন।
আরও পড়ুন:
বহুল আলোচিত ‘ওয়ার-ইলেভেনের’ সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার হয়েছিলেন তারেক রহমান। রিমান্ডে থাকাকালে শারীরিক নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্ত হন। ১৮ মাস কারাভোগের পরে লন্ডনে যান চিকিৎসার জন্য। এরপর কেটেছে ১৭ বছরেরও বেশি সময়।
দেশে ফিরে দীর্ঘদিন পর সশরীরে জনসমাবেশে যোগ দিচ্ছেন তারেক রহমান। তাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ছুটে এসেছেন দলে নেতাকর্মীরা।




