বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি সড়ক পথে লাল-সবুজ রঙে সাজানো বাসে করে রওনা দেন। একই বাসে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।
কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তারেক রহমানের গাড়ি বেশ ধীরে ধীরে পূর্বাচলের দিকে এগিয়ে যাচ্ছে। কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে কাউকে তার গাড়ির কাছে ঘেঁষতে দেয়া হচ্ছে না। একারণে সড়কের পাশে এবং অলিগলির মুখে দাঁড়িয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা হাত নেড়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন। গাড়ির ভেতর থেকে হাত নেড়ে তার জবাব দিচ্ছেন তারেক রহমানও।
আরও পড়ুন:
এর আগে অন্য একটি গাড়িতে করে বিমানবন্দর থেকে বের হন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও একমাত্র সন্তান জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিএনপির এই শীর্ষ নেতা পূর্বাচল থেকে রাজধানীর বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা খালেদা জিয়াকে দেখতে যাবেন।





