জনস্রোতে পূর্ণ ৩০০ ফিট সড়ক; নিরাপত্তায় কঠোর আইনশৃঙ্খলা বাহিনী

৩০০ ফিটে জনস্রোত ও কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী
৩০০ ফিটে জনস্রোত ও কঠোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী | ছবি: এখন টিভি
1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক। তাকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ও সমর্থক সেখানে জড়ো হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) সকাল থেকেই সড়কের দুই পাশ ও মাঝখানে বিপুলসংখ্যক মানুষের অবস্থান দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বাড়তে থাকে।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরগামী ইনকামিং ও আউটগোয়িং সড়কের দুই পাশেই অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখর পুরো বিমানবন্দর সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

প্রায় ১৭ বছর পর দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। এদিকে, ৩০০ ফিট এলাকায় বাস, প্রাইভেট কারসহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সীমিত আকারে কিছু মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা জানান, আশপাশের সব সড়কে ডাইভারশন দেয়া হয়েছে এবং ৩০০ ফিট রোডে কোনো যান চলাচল করতে দেয়া হচ্ছে না।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে গোটা দেশেই উৎসবের আমেজ বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। রাজধানীর ৩০০ ফিট এলাকাতেই তাকে দেয়া হবে সংবর্ধনা।

দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই বিমানবন্দর এলাকা কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে ফেলা হয়।

নিরাপত্তায় আনসার, বিজিবি মোতায়েন |ছবি: এখন টিভি

আরও পড়ুন:

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সূত্র জানায়, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি, এপিবিএন, আনসার, ব্যাটালিয়ন আনসার এবং সেনাবাহিনীর সদস্যদের টহল ও অবস্থান চোখে পড়েছে।

মিরপুর থেকে বিমানবন্দর মোড় পর্যন্ত সড়কে সারি সারি গাড়ি, ব্যানার-ফেস্টুন হাতে মিছিল এবং নেতাকর্মীদের ঢল দেখা গেছে। কুড়িল থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো সড়কজুড়েই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরালো।

নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিমানবন্দর, ৩০০ ফিট ও গুলশানসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর। বিমানবন্দরে আনসার গার্ডের নিয়মিত সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ব্যাটালিয়ন আনসার সদস্যদেরও দায়িত্বে রাখা হয়েছে।

নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে প্রবল আবেগ ও প্রত্যাশা। সিলেট থেকে আসা ছাত্রদলের সমর্থক শরীফ আহমেদ বলেন, ছোটবেলা থেকেই তারেক রহমানকে একনজর দেখার ইচ্ছা ছিল। সেই আশাতেই শীতের সকালে তিনি অপেক্ষা করছেন।

৩০০ ফিট এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের ব্যানার-ফেস্টুনে ভরে উঠেছে পুরো এলাকা। ‘তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে’, ‘ভোট দেবেন কীসে, ধানের শীষে’—এমন নানা স্লোগানে মুখর পরিবেশ।

দলে দলে সংবর্ধনায় আসছেন নেতাকর্মীরা |ছবি: এখন টিভি

তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানান, তার সুরক্ষায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পোশাকধারী ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘পর্যাপ্তসংখ্যক গোয়েন্দা পুলিশ নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে যান চলাচল সীমিত থাকায় সাধারণ যাত্রী ও বিদেশগামী যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়ছেন।’

দেশে ফেরার পর তারেক রহমানের যাতায়াতের সময় পুলিশি পাহারাসহ বিশেষ নিরাপত্তা থাকবে। তার বাসভবন ও অফিসেও নিরাপত্তা জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এনএইচ