টাইব্রেকারে জিতে ক্যারাবাও কাপের সেমিফাইনালে আর্সেনাল

আর্সেনাল খেলোয়াড়দের উচ্ছ্বাস
আর্সেনাল খেলোয়াড়দের উচ্ছ্বাস | ছবি: সংগৃহীত
0

নাটকীয় জয়ে ক্যারাবাও কাপের সেমিফাইনালে উঠলো আর্সেনাল। পেনাল্টি শ্যুটআউটে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। এমিরেটস স্টেডিয়ামে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে ক্যারাবাও কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস। ১-১ সমতায় নিয়মিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ৮-৭ ব্যবধানে জিতে শেষ চার নিশ্চিত করে স্বাগতিকরা।

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত ছিল গোলশূন্য ড্র। তবে নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতে আর্সেনালের কর্ণার ঠেকাতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়ান ক্রিস্টাল প্যালেসের ল্যাক্রোইক্স। ১ গোলের লিড নিয়ে জয়ের আনন্দই পাচ্ছিল আর্সেনাল। তবে ম্যাচের যোগ করা সময়ের ৫ মিনিটে গোল করে সমতা ফেরায় প্যালেস।

আরও পড়ুন:

অতিরিক্ত ৩০ মিনিটেও আর কোন গোল না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। দুই দলেরই ৭ জন টানা গোল করে যান। তবে এবারও দুর্ভাগা ব্যক্তির নাম ল্যাক্রোইক্স। আত্মঘাতী গোলের পর এবার পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন তিনি। ফলে টাইব্রেকারে ৮-৭ গোলে ম্যাচ জিতে নেয় আর্সেনাল। সেমিফাইনালে চেলসির মুখোমুখি হবে গানাররা।

ইএ