বিজয় হাজারে ট্রফি: পুরুষ লিস্টে দ্রুততম চার সেঞ্চুরির তিনটিই হয়েছে এদিন

ইশান কিষাণ
ইশান কিষাণ | ছবি: সংগৃহীত
0

ভারতের ঘরোয়া প্রতিযোগিতা বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই বসেছে রেকর্ডের মেলা। ভারতীয় পুরুষ লিস্ট এ ক্রিকেটে দ্রুততম চার সেঞ্চুরির তিনটিই হয়েছে এদিন। যেখানে ৩ সেঞ্চুরিয়ান যথাক্রমে বৈভব সূর্যবংশী, সাকিবুল গনি ও ইশান কিষাণ।

প্লেট লিগ ম্যাচে অরুণাচল প্রদেশের হয়ে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করেন সূর্যবংশী। যা লিস্ট এ ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। একই ইনিংসে তিনি করেছেন দ্রুততম দেড়শ’ রানের রেকর্ডও। একই ইনিংসে বিহারের সাকিবুল গনি ৩২ বলে সেঞ্চুরি করেছেন। যা ভারতের লিস্ট এ ইতিহাসেরই দ্রুততম সেঞ্চুরি।

আরও পড়ুন:

সবমিলিয়ে যা তৃতীয় দ্রুততম। এই দুজনের সঙ্গে আয়ুশ লোহারুকার সেঞ্চুরিতে বিহার ৫৭৪ রান করে। যা লিস্ট এ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। একই টুর্নামেন্টের অন্য ম্যাচে ঝাড়খণ্ডের হয়ে কর্ণাটকের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছেন ইশান কিষাণ।

ইএ