আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ সমাপ্ত

আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা
আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা | ছবি: সংগৃহীত
0

আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (বুধবার, ২৪ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এর হকি মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মো. তারিকুল ইসলাম, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চূড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

চূড়ান্ত খেলায় বাংলাদেশ বিমান বাহিনী হকি দল ৪-৩ গোলে বাংলাদেশ নৌবাহিনী হকি দলকে পরাজিত করে আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

আরও পড়ুন:

বাংলাদেশ নৌবাহিনী হকি দলের পিও (মিউজিক) আশরাফুল প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন।

অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

২০ ডিসেম্বর চিফ কনসালটেন্ট জেনারেল (সিসিজি) মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল ভূঞা, এনডিসি, পিএসসি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী দল অংশগ্রহণ করে।

সেজু