তারেক রহমানের প্রত্যাবর্তন: কুমিল্লা থেকে ঢাকার উদ্দেশে দেড় লাখ নেতাকর্মী

বিএনপির লোগো
বিএনপির লোগো | ছবি: সংগৃহীত
0

দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিন তারেক রহমানকে বহনকারী বিমান দেশের মাটিতে অবতরণ করবে। দলের কাণ্ডারীর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বস্তরে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের জোয়ার। এদিন ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তারেক রহমানকে দেয়া হবে সংবর্ধনা। এর অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা, কুমিল্লা মহানগর ও কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতৃত্বে পৃথকভাবে প্রায় লক্ষাধিক নেতাকর্মী তারেক রহমানের সংবর্ধনায় অংশ নেবেন।

কুমিল্লা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের কথা বলে জানা যায়, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতৃত্বে প্রায় ৫০ হাজার, কুমিল্লা মহানগর বিএনপির নেতৃত্বে ৩০ হাজার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতৃত্বে ৪০ হাজার এবং কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ উপজেলা ও মহানগর) সংসদীয় আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুল রশিদ ইয়াছিনের নেতৃত্বে ২০ হাজার নেতাকর্মীসহ কেবল কুমিল্লা জেলা থেকেই সর্বমোট দেড় লক্ষাধিক নেতাকর্মী দলের কাণ্ডারীর সংবর্ধনায় অংশ নেবেন।

এরইমধ্যে গত ২২ ডিসেম্বর থেকেই কুমিল্লা থেকে নেতাকর্মীরা যার যার ব্যবস্থায় ঢাকায় গিয়ে অবস্থান নিয়েছেন। অনেকেই আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের বাসাবাড়িতে অবস্থান করে বৃহস্পতিবারের সংবর্ধনায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে বুধবার থেকে গণপরিবহন হিসেবে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার ও ট্রেনে করে নেতাকর্মীরা ঢাকায় পৌঁছবেন। কুমিল্লা দক্ষিণ, উত্তর ও মহানগর শাখা বিএনপির নেতৃত্বে যাতায়াতের সমন্বিত ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই যারা সংবর্ধনা স্থলে পৌঁছাবেন, তাদের জন্য ৩০০ ফিট এলাকায় থাকা ও খাবারের ব্যবস্থাও করেছে বিএনপির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।

আরও পড়ুন:

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘সংবর্ধনা স্থলে আমরা এরইমধ্যে উপস্থিত রয়েছি। বৃহস্পতিবার তারেক রহমানের সংবর্ধনায় অংশ নিতে কুমিল্লা-৬ সদর আসনের মনোনয়ন প্রত্যাশী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুল রশিদ ইয়াছিনের নেতৃত্বে এই সংসদীয় আসন থেকে ২০ হাজার নেতাকর্মী অংশ নেবেন। কুমিল্লা থেকে আসা নেতাকর্মীদের জন্য বিভিন্ন গণপরিবহনের ব্যবস্থা করা হয়েছে এবং তাদের স্বাগত জানাতেই আগেভাগে সংবর্ধনা স্থলে অবস্থান নিতে হয়েছে।’

এদিকে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, ‘কুমিল্লা মহানগর শাখা বিএনপির নেতৃত্বে ৩০ হাজার নেতাকর্মী দলের কাণ্ডারীর প্রত্যাবর্তনের সংবর্ধনায় অংশ নেবেন। এ বিপুল জনশক্তির যাতায়াত নিশ্চিত করতে কুমিল্লা-ঢাকা রুটের বিভিন্ন বাস সার্ভিসের সঙ্গে চুক্তি করা হয়েছে, পাশাপাশি ট্রেন ও ব্যক্তিগত গাড়ির ব্যবস্থাও রাখা হয়েছে।’

সেজু