জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৮৭.০৪ শতাংশ

শিমুল রহমান
জাতীয় বিশ্ববিদ্যালয়
জাতীয় বিশ্ববিদ্যালয় | ছবি : সংগৃহীত
0

জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল (Honours 1st Year Result 2024) আজ প্রকাশিত হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়। এবারের পরীক্ষায় গড় পাসের হার ৮৭.০৪ শতাংশ।

একনজরে: অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল ২০২৪

  • ফলাফল প্রকাশের তারিখ: ২৩ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার।
  • গড় পাসের হার: ৮৭.০৪ শতাংশ (Average Passing Rate: 87.04%)।
  • মোট পরীক্ষার্থী: ৪,৪৩,৭২৯ জন (নিয়মিত, অনিয়মিত ও মান-উন্নয়নসহ)।
  • অংশগ্রহণকারী কলেজ: ৮৭৭টি।
  • মোট পরীক্ষা কেন্দ্র: ৩৪৩টি।
  • ফলাফল দেখার ওয়েবসাইট: nu.ac.bd/results অথবা result.nu.ac.bd

ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান (NU Result Statistics)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষায় (Honours 1st Year Exam) সারা দেশের ৮৭৭টি কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছিলেন। মোট ৩৪৩টি কেন্দ্রে অনুষ্ঠিত এই পরীক্ষায় নিয়মিত, অনিয়মিত ও মান-উন্নয়ন পরীক্ষার্থীসহ মোট ৪ লাখ ৪৩ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী অংশ নেন। পাসের উচ্চ হার শিক্ষার্থীদের মধ্যে আনন্দের জোয়ার নিয়ে এসেছে।

আরও পড়ুন:

ফলাফল দেখার নিয়ম (How to Check NU Result)

প্রকাশিত ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি দেখা যাবে। পরীক্ষার্থীরা নিচের লিঙ্কগুলো ব্যবহার করে তাদের রেজাল্ট সংগ্রহ করতে পারবেন:

  • nu.ac.bd/results
  • result.nu.ac.bd

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রকাশিত ফলে কোনো ধরনের অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন কিংবা প্রয়োজনে সম্পূর্ণ ফল বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

এসআর