বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার প্রতি অবিচল সমর্থন জারি রাখবেন বলে জানিয়েছেন দুই কূটনীতিক।
আরও পড়ুন:
এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে অজ্ঞাত কয়েক হাজার লোক প্রথম আলো ও ডেইল স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালায়। এসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের ওপর মারমুখী আচরণ করে।
পরে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস আগুন নির্বাপণসহ ভবনে আটকে পড়াদের উদ্ধার করে।
ঘটনার পর গণমাধ্যমের ওপর এ ন্যক্কারজনক হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মামলার প্রেক্ষিতে তেজগাঁও থানা পুলিশ জাড়িতদের গ্রেপ্তারে রাজধানীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান শুরু করে।





