পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, আজ সকালে কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর ওপর দিয়ে মোটরসাইকেল আরোহী কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। একই সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
কুষ্টিয়া মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের নাম পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।





