আজ (শনিবার, ২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গাংনী র্যাব ক্যাম্প আটকের বিষয়টি নিশ্চিত করে প্রেস বিজ্ঞপ্তি দেয়।
র্যাব জানায়, গতকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেহেরপুর আর্মি ক্যাম্প ও গাংনী র্যাবের তিন ঘণ্টার যৌথ অভিযানে তাকে মহাজনপুর বাজার পাড়ার নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকের পর মিঠুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ) একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
আরও পড়ুন:
সিপিসি-৩ র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মিঠু জেলার শীর্ষ তালিকাভুক্ত, দুর্ধর্ষ ও কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদে স্থানীয় জনগণ এর আগে ২০২৩ সালে তাকে আটকের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল।
মিঠুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ তাকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাবের ওই কর্মকর্তা।





