এদিন, তীব্র শীত উপেক্ষা করে রাজধানী বুদাপেস্টের সড়কে নেমে আসেন বিক্ষোভকারীরা, তাদের হাতে ছিল শিশুদের অধিকার রক্ষার দাবি সম্বলিত ব্যানার। অনেকেই আবার এসেছিলেন শিশুদের খেলনা নিয়ে-প্রতীকী প্রতিবাদ জানাতে।
আরও পড়ুন:
এরআগে গেল মঙ্গলবার, বুদাপেস্টের ওই কিশোর সংশোধনাগারে নির্যাতন কেলেঙ্কারিতে সাতজনকে আটক করা হয়। এছাড়াও, হাঙ্গেরির পাঁচটি কিশোর সংশোধনালয়কে গভীর পর্যবেক্ষণে রেখেছে সরকার।
মূলত সংশোধনাগারের শিশুদের ওপর বেশ কয়েকবার নির্যাতন ও হয়রানির ঘটনা ঘটায় একে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন দেশের জনগণ। গেল ১৫ বছরের শাসনামলে এরচেয়ে বড় গণবিক্ষোভ দেখেনি ভিক্টর অরবানের সরকার। আগামী এপ্রিলে হাঙ্গেরিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।





